একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সোমবারই তিনি এই খবর জানান। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারহামে অনুষ্ঠিত হতে চলা সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচই হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বিশেষ ভূমিকা নেওয়া এই অলরাউন্ডার ইংল্যান্ডের হয়ে ১০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ২৯১৯ রান করেছেন এবং সেই সঙ্গে ৭৪টি উইকেটও নিয়েছেন। তাঁর বিদায়ী বার্তায় তিনি জানিয়েছেন যে তাঁর পক্ষে আর এই ফরম্যাটে একশ শতাংশ দেওয়া সম্ভব হচ্ছে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন যদিও খুবই কঠিন তাঁর পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে টেস্ট এবং টি২০ তিনি খেলা চালিয়ে যাবেন।
সেই সঙ্গে তিনি তাঁর সতীর্থদের আগামী সিরিজের জন্য শুভেচ্ছা এবং সমস্ত ইংল্যান্ড সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য।