ধোনির জন্মদিন এক অভিনব পন্থায় পালন করল দক্ষিণ ভারত!

আজ ৭ জুলাই। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা প্রাক্তন অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনির আজ ৪১তম জন্মদিন। ক্রিকেট ইতিহাসের অন্যতম এই সেরা অধিনায়ককে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে প্রচুর ক্রেজ। দেশ-বিদেশের নানান প্রান্ত থেকে তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর নানা রকম ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।


তাঁর জন্মদিনে তাঁর ভক্তরা এবার এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিশেষ করে, দক্ষিণ ভারতের তিন রাজ্যের মধ্যে ধোনির কাট-আউট তৈরি নিয়ে চলেছে জোর টক্কর। লড়াইয়ের উদ্দেশ্য, কারা ধোনির সবচেয়ে বড় কাট-আউট তৈরির রেকর্ড দখল করবে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ধোনির তিন ফুট উচ্চতার কাট-আউট তৈরি হয়েছিল ২০১৮ সালে। সেই রেকর্ড সেই বছরেই ভেঙে যায় কেরলের কাছে। সেখানে তৈরি করা হয়েছিল ৩৫ ফিট উচ্চতার কাট-আউট। এবার তাও ভেঙে গেছে। মহেন্দ্র সিং ধোনির সবচেয়ে বড় কাট-আউটের রেকর্ড এবার দখল করতে চলেছে অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া। সেখানে এবার তৈরি হয়েছে ৪১ ফিট উচ্চতার একটি কাট-আউট!

এই কাট-আউটের নীচে লেখা হয়েছে, “হ্যাপি বার্থডে ম্যান অব মাস্টার্স এম এস ধোনি।” আর কাট-আউটে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেই ছবিটি ২০১১ বিশ্বকাপ ফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনির পরিচিত ‘হেলিকপ্টার শট’। এই ছবি এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। অধিনায়কের এক ভক্ত লিখেছেন, “এর চেয়ে ভাল জন্মদিনের উৎসব আর কি হতে পারে ? তবে উচ্চতা দিয়ে ধোনিকে বিচার করা যাবে না। ধোনি চিরকাল সর্বোচ্চ আসনেই থেকে যাবেন।”

বর্তমানে ধোনি তাঁর পরিবার নিয়ে লন্ডনের টেমস নদীর ধারে জন্মদিন উপভোগ করছেন। আর উইম্বলডনে দেখছেন নাদাল-জোকোভিচদের খেলা। গত ৪ জুলাই ছিল এম এস ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর ১২তম বিবাহ বার্ষিকী। আর দুদিন বাদেই অর্থাৎ ৭ জুলাই ধোনির জন্মদিন। তাই এই দুই অনুষ্ঠান উদযাপন করতেই তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। সাক্ষী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সকলের সাথে শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মাহি কেক কাটছেন। আর সেখানে ধোনির পরিবারসহ বন্ধুরা উপস্থিত রয়েছেন।