দুর্দান্ত বোলিংয়ে ভারতকে শুরুতেই চেপে ধরেছিলেন জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটস। দ্রুত উইকেট হারানোর পরও ভারতকে খেলায় ফেরান ঋষভ পন্থ। দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের হাল ধরলেও পন্থের ইনিংসে বিশেষ কিছু দেখছেন না মোহাম্মদ আসিফ। পাকিস্তানের প্রাক্তন এই পেসার মনে করেন, ইংল্যান্ডের বোলাররা ভুল করেছে।
শুধু তাই নয়, পন্থ ও জাদেজার মতো দুজন বাঁ-হাতি ব্যাটার থাকার পরও জ্যাক লিচকে বোলিং করিয়েছেন বেন স্টোকস। বাঁ-হাতি এই স্পিনারের বল থেকে দারুণভাবে ফায়দা লুটেছেন পন্থ ও জাদেজা। বিশেষ করে বাঁ-হাতি এই উইকেটকিপার-ব্যাটার ছিলেন বেশ আক্রমণাত্বক।
পন্থের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে আসিফ আরও বলেন, ‘এটি সম্পূর্ণরূপে ইংল্যান্ডের বোলারদের ভুল ছিল কারণ পন্থ বিশেষ কিছু করেনি। টেকনিক্যালি সে ভুল ছিল। তার বাঁ হাত কাজ করে না তবুও সে সেঞ্চুরি করেছে। কারণ ইংল্যান্ডের বোলাররা তার দুর্বল জায়গায় বল করেনি।’
এটুকুই বলতে চাই, ইংল্যান্ড অনেক ভুল করেছে। যখন জাদেজা এবং পন্থ ব্যাটিং করছিল তখন তারা একজন বাঁ-হাতি স্পিনার নিয়ে এসেছিল। সেই মুহূর্তে যা আদর্শ ছিল না। আমি পন্থের বিপক্ষে না। কিন্তু প্রতিপক্ষের এই ধরনের সিদ্ধান্তে পন্থ সেঞ্চুরি পেয়েছে।’