আজকের দিনের খেলা শুরু হওয়ার সময় সমীকরণ বলছিলো ইংল্যান্ডের জিততে চাই ৬১ রান এবং নিউজিল্যান্ডকে তুলতেই হবে ৫টি উইকেট। কিন্তু সমীকরণ আরো একটা কথা অদৃশ্যভাবে বলছিল যে আজ আর ২৩ রান যোগ করলেই ব্যক্তিগত সেঞ্চুরি এবং ব্যক্তিগত দশ হাজার টেস্ট রান পূর্ণ করবেন জোসেফ এডওয়ার্ড রুট।
ঠিক তিনদিন আগে লর্ডসে নিউজিল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের পরে ২৩ সেকেন্ড নীরবতা পালন করা হয় প্রয়াত শেন ওয়ার্নের স্মৃতির উদ্দেশ্যে। আর আজ নিজের গতদিনের অপরাজিত ৭৭ রানের সঙ্গে ২৩ রান যুক্ত করে নিজের সেঞ্চুরি এবং দশহাজার টেস্ট রান পূর্ণ করে পুনরায় যেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক!
রুটের এই শতককে মনে করা হচ্ছে চতুর্থ ইনিংসে খেলা অন্যতম সেরা ইনিংস। ১৭০ বলে ১১৫ রান করতে মোট ১২টি বাউন্ডারি মেরেছেন রুট।
আজ তিনি চৌদ্দতম টেস্ট ব্যাটার হিসেবে পূর্ণ করলেন দশ হাজার রান। তিনি হলেন স্যার আলিস্টেয়ার কুকের পরে দ্বিতীয় ব্রিটিশ ব্যাটার যিনি এই রেকর্ড করেছেন। জো রুট হলেন নব্বই এর দশকে জন্ম নেওয়া প্রথম ব্যাটার যিনি দশ হাজার রান করলেন।
প্রাথমিক আক্রমণ বেন স্টোকস শুরু করলেও তিনি যখন ৫৪ রান করে ফিরে যান তখন শেষ অবধি দাঁড়িয়ে থেকে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে যান রুট। অবশ্যই বলতে হবে সঙ্গ-দেওয়া কিপার বেন ফোকসের কথা যিনি ৯২ বলে ৩২ করে নট-আউট থাকেন। শেষ অবধি ইংল্যান্ড দল ২৭৭ রানের লক্ষ্যমাত্রা পার হয়ে যায় পাঁচ উইকেট হাতে থাকতেই।