যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসের মাঠে সিএবি লিগের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হয়েছিল কালীঘাট ক্লাব এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব।
অনবদ্য ব্যাট করে কালীঘাট ক্লাবকে ৫৩৩ রানে পৌঁছে দেন কালীঘাট অধিনায়ক শুভম চ্যাটার্জী। একসময় যখন কালীঘাট ১২৬-৩ স্কোরে আটকে আছে তখন আসেন তিনি এবং শ্রেয়াংশ ঘোষের সাথে ২২৭ রানের পার্টনারশিপ করেন শুভম চ্যাটার্জী ওরফে রাজা। তাঁর ব্যাটিং পার্টনার ১২৫ করে আউট হয়ে গেলেও শুভম শেষ অবধি অপরাজিত থাকেন এবং ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮৩ বলে ২০৬ রান করেন তিনি।
তৃতীয়দিনের লাঞ্চ বিরতি চলাকালীন প্লেয়ার্স ড্রেসিংরুমে বসে “উইলোর উইল” কে সরাসরি ইন্টারভিউ দিলেন তিনি।
প্রশ্ন:- মরশুমের শুরুটা খুব ভালো হচ্ছিল না। সেখান থেকে এতো সুন্দর ডাবল সেঞ্চুরি। কিভাবে সম্ভব হলো?
শুভম:- দেখো আমি প্রসেসকে সবসময় মাথায় রাখি। আমি সেটাই করেছিলাম। শুরুর দিকে খুব একটা সুযোগ পাচ্ছিলাম না কারণ বিপক্ষ তাড়াতাড়ি অল-আউট হয়ে যাচ্ছিল এবং যখন সুযোগ পাই ডে’জ ম্যাচে একটা ম্যাচ ছাড়া সব ম্যাচে পারফরমেন্স করেছি। টিটোয়েন্টি আমার খুব ভালো গিয়েছিলো তবে লাল বলের ম্যাচে সেইরকম সুযোগ পাইনি। একটা ম্যাচে ৯০-এর ঘরে আউট হয়ে গিয়েছিলাম এবং চেষ্টা করেছিলাম যে প্রসেসে বিশ্বাস রাখতে।
প্রশ্ন:- এতটা আর্দ্রতার মধ্যে ২৮৩ বল খেলা কতটা কঠিন ব্যাপার?
শুভম:- ক্লান্তি থাকবেই কারণ এই আর্দ্রতার জন্য সেটাই স্বাভাবিক। সেই জন্য সেইরকম ভাবে আমি ট্রেনিং করেছি এবং মাঠে থাকা অভ্যেস করতে হয়। মাঠে থাকলে এই হিট গায়ে লাগেনা।
প্রশ্ন:- তুমি খুব ভালো স্লিপ ফিল্ডার। এটার জন্য প্রস্তুতি কেমন থাকে তোমার?
শুভম:- দেখো এটার জন্য স্লিপে এবং সব মিলিয়ে ভালো ফিল্ডার হওয়া জরুরি এবং ডে’জ ম্যাচে একটা জায়গায় স্পেশালিস্ট হওয়া খুব প্রয়োজন। দুই বছর ধরে স্লিপে ভালো ফিল্ডিং করার চেষ্টা করে করে আমি সফল হয়েছি।
প্রশ্ন:- তোমার মতে তোমার খেলার কোন জায়গা আরো উন্নতি করা দরকার?
শুভম:- উন্নতি প্রত্যেকটা প্লেয়ারের প্রতিদিন লাগে। ব্যাটিং, বডি ল্যাঙ্গুয়েজ সব জায়গাতেই উন্নতি করার চেষ্টা চলছে এবং এক্ষেত্রে এক জায়গায় সীমিত থাকলে চলবেনা।
প্রশ্ন:- খেলোয়াড় হিসেবে তোমার শক্তিশালী দিক কোনটা?
শুভম:- ব্যাক-ফুট আমার খুব ভালো। আমার মনে হয় আমি মানসিক দিক থেকে খুব শক্তিশালী।
প্রশ্ন:- কালীঘাটের অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব কেমন লাগছে? এতজন সিনিয়র-জুনিয়র ক্রিকেটারকে নিয়ে কিভাবে চলছ?
শুভম:- দেখো আমি অনেক ভাগ্যবান যে এতো ভালো দায়িত্ব পেয়েছি। আমাদের অনেক সিনিয়র খেলোয়াড়, যেমন ঋতম পোড়েল, বদুপল্লী অমিত, রোহন ব্যানার্জী এবং অন্যান্যরা আমাকে যেভাবে ব্যাক করেছে এবং সঙ্গে কাকা (সঞ্জীব সান্যাল) এবং মেন্টর হীরকদা (হীরক সেনগুপ্ত) যেভাবে সাপোর্ট করেছে এবং বাবলু স্যার (বাবলু কোলে) যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বই পালন করার চেষ্টা করছি।