টি-২০-র তালিকা প্রকাশ করল আই সি সি

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি সদ্য প্রকাশ করেছে টিটোয়েন্টি আন্তর্জাতিকের সেরা ব্যাটার, বোলার এবং অলরাউন্ডারের তালিকা।

ব্যাটার তালিকায় খুব প্রত্যাশিতভাবেই প্রথম দুই শীর্ষস্থানে রয়েছেন দুই পাকিস্তানী ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। বিগত বছর থেকে তাদের কুড়ি বিশের যে জয়যাত্রা শুরু হয়েছে তাতে এই পুরস্কার তাদেরই প্রাপ্য এতে সংশয় নেই। প্রথম দুইয়ের পরে পঞ্চম স্থান অবধি পরিবর্তন নেই কোনো। আইডেন মার্করাম, লোকেশ রাহুল এবং দাওইড মালান রয়েছেন অবাধে। ষষ্ঠ এবং সপ্তম স্থানে কিছুটা অদলবদলের জন্য একধাপ উঠে ছয় নম্বরে ডেভন কনওয়ে এবং একধাপ নেমে সাতে রয়েছেন আরন ফিঞ্চ। অষ্ঠম, নবম এবং দশম স্থানে গত তালিকার মতোই যথাক্রমে রয়েছেন রাসি ভ্যান ডার ডাসেন, মার্টিন গাপ্টিল এবং বিরাট কোহলি।

বোলার তালিকায় প্রথম স্থান দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসির দখলে। এছাড়া দ্বিতীয় স্থানে জস হ্যাজলউড, তৃতীয় স্থানে ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন। চতুর্থ স্থানে নিজের সর্বশ্রেষ্ট কেরিয়ার পয়েন্ট (৭৪৬) নিয়ে রয়েছেন ইংল্যান্ড এর আদিল উসমান রাশিদ এবং পঞ্চম স্থানে অ্যাডাম জাম্পা রয়েছেন। পরবর্তী দুটি স্থানে আফগান ঘূর্ণির অবস্থান হয়েছে রাশিদ খান এবং মুজিব-উর-রহমানকে দিয়ে। এবং অষ্ঠম থেকে দশম স্থানে রয়েছেন আনরিখ নর্তজে নরটিয়ে, শাদাব খান এবং টিম সাউদি।

অলরাউন্ডার তালিকাতেও কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শুধু পাঁচ ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন আরব দলের রোহন মুস্তাফা এবং তিন ধাপ পিছিয়ে দশ নম্বরে ওমানের জীশান মাকসুদ। এছাড়া খুবই স্বাভাবিকভাবে মহম্মদ নবী, শাকিব আল হাসান, মঈন আলী, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লিয়াম লিভিংস্টোন রয়েছেন প্রথম ছয়টি স্থানে। অষ্টম এবং নবম স্থানে আছেন জন স্মিত এবং আইডেন মার্করাম।