তাঁর কোচিং অস্ট্রেলিয়া মহিলা দলকে করে তুলেছিল অন্যতম সমীহ আদায় করা দল। তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়া মহিলা দল জেতে ২টি টিটোয়েন্টি বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ এবং চারটি অ্যাশেজ সিরিজ। তিনি ছিলেন অস্ট্রেলিয়া মহিলা দলের পরপর ২৬টি ওডিআই জেতার অন্যতম কারিগর।
সেই ম্যাথিউ মট এবার নির্বাচিত হলেন ইংল্যান্ড দলের সাদা-বলের প্রধান কোচ হিসেবে এবং এলেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার পল কলিংউডের পরিবর্তে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সি. ই. ও টম হ্যারিসন, ম্যানেজিং ডিরেক্টর রব কি, স্ট্র্যাটেজিক অ্যাডভাইসর অ্যান্ড্রু স্ট্রস এবং পারফরমেন্স ডিরেক্টর মো বোবাটের কমিটি আজ চূড়ান্ত করেছে তাঁর নাম।
একটি ইন্টারভিউতে মট বলেছেন “আমি খুব খুশি যে এই সুযোগ পেয়েছি এবং আমি এটা গ্রহণ করছি।” আরো বলেছেন “আমি একজন অস্ট্রেলিয়ান হলেও আমি ইংল্যান্ডে প্লেয়ার এবং কোচ হিসাবে অনেকদিন কাটিয়েছি।”
এছাড়াও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেছেন “ইংল্যান্ড যেহেতু বিভিন্ন দায়িত্ব আলাদা করে দিয়েছে এবং ব্রেন্ডন ম্যাকালামকে কোচ করেছে লাল-বলে, তাই আমি তাঁর সঙ্গে কাজ করতে খুবই উৎসাহী। লাল-বল ও সাদা-বল দলের কোচ আলাদা হওয়ায় পরিবারের সঙ্গে আরো বেশী সময় কাটাতে পারবো।”
২০১৫ সালে অস্ট্রেলিয়া মহিলা দলের দায়িত্ব নেওয়ার আগে নিউ সাউথ ওয়েলস দলের কোচ ছিলেন মট এবং তারও আগে ইংলিশ কাউন্টি দল গ্ল্যামোর্গ্যানের কোচ ছিলেন তিনি। তাদের বেশ কিছু ট্রফি দিয়েছিলেন মট। এখন ইংল্যান্ড ক্রিকেট দলকে কিভাবে তিনি চালান তা দেখতে মুখিয়ে ক্রিকেটবিশ্ব।