দেড় দিনেই শেষ ব্রিসবেন টেস্ট, জিতল অস্ট্রেলিয়া


ম্যাচটি শুরুর আগে যখন পিচ নিয়ে কথা বলছিলেন ধারাভাষ্যকাররা, তখনই বুঝে যাচ্ছিল পেসারদের দাপট চলবে ব্রিসবেনে। হলোও সেটা। মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ব্রিসবেন টেস্ট। যেখানে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম দিনে যখন ১৫ উইকেট পড়েছে, তখনই একটা আভাস পাওয়া গিয়েছিল ম্যাচটা বেশি দূর গড়াবে না। তবে কেউ চিন্তা করতে পারেনি যে দুই দিনেরও কম সময় ম্যাচটি শেষ হয়ে যাবে।

অস্ট্রেলিয়া শনিবার (১৭ ডিসেম্বর) ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনে মাত্র ৭৩ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারায়। অজিদের হয়ে ৯২ রান করেন হেড। আর প্রোটিয়াদের ৪ উইকেট নেন রাবাদা।

৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ ওলট-পালট করার পেছনে মূল ভূমিকা রেখেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ৪২ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার হার নিশ্চিত করে দেয়। কামিন্স ৫ উইকেট ছাড়াও স্টার্ক ও বোল্যান্ড নিয়েছেন দুটি করে উইকেট।

মাত্র ৩৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেও বিপদে পড়েছিল অজিরা। ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল অজি ব্যাটাররা। যদিও টার্গেট বেশি না হওয়ায়, শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।
সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে।