অবসর ভেঙে মিতালী রাজ আবার ক্রিকেটে ফিরতে চাইছেন!

ক্রিকেটে অবসর নিয়ে আবার ফিরে আসাটা নতুন কিছু নয়। এরকম ভুরি ভুরি রয়েছে। এইতো সেদিন ইংল্যান্ডের মঈন আলি অবসর ভেঙে দলে ফিরলেন। এই প্রসঙ্গটা কেন এলো জানেন? শোনা যাচ্ছে ভারতের মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়িকা মিতালী রাজ আবার নাকি অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চাইছেন!

হিসেব করলে এখনো কিন্তু ৫০ দিনও হয়নি। তাকে নিয়ে এখনো থিতিয়ে যায়নি শুভেচ্ছার জোয়ার। তাছাড়া শেষ বার ড্রেসিংরুম থেকে বিদায় নেওয়া মিতালীকে নিয়ে বায়োপিকও হয়ে গেছে। আর তা দেখে তৃপ্তি প্রকাশ করেছে সব মহল। এই সব মিটতে না মিটতেই আবার ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে বসলেন মিটতেই এই মহিলা ক্রিকেটের কিংবদন্তি।

আজ আইসিসির পডকাস্টে তেমনই সম্ভাবনার কথা ভাসিয়ে দিয়েছেন তিনি নিজেই।

এই সিদ্ধান্ত বদল কেন? মনে হচ্ছে আগামী মরসুমে বোর্ড শুরু করতে চলেছে মেয়েদের আইপিএল। ওই মেগা ইভেন্ট তাঁর মতো তারকাকে বাদ দিয়ে পথচলা শুরু করবে, ভাবাই যায় না। তাই হয়তো মিতালি আবার ক্রিকেট ব্যাট তুলে নিচ্ছেন হাতে। আর এতে বোর্ডেরও সম্মতি থাকবে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘ সময় ধরেই মেয়েদের পূর্ণাঙ্গ আইপিএল করার পরিকল্পনা চলছিল বোর্ডের। কোভিডের কারণেও অনেকটা দেরী হয়েছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলেন, আগামী মরসুম থেকে মেয়েদের আইপিএল হবে। তাহলে কি মিতালি অবসর ভেঙে অংশ নিতে চাইছেন এই প্রতিযোগিতায়? আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন পডকাস্ট ‘১০০% ক্রিকেটে’র প্রথম এপিসোডে কিংবদন্তি মিতালি রাজ বলেছেন, ‘এখনও সিদ্ধান্ত নিইনি। তবে দরজা খোলা রাখছি। মেয়েদের আইপিএল শুরু হতে এখনও কয়েক মাস সময় রয়েছে। আইপিএলের প্রথম সংস্করণে এর অংশ হতে পারলে দারুণ লাগবে।’