প্লে-অফে সেজে উঠল কলকাতা

আর কিছুক্ষনের মধ্যেই শুরু হতে চলেছে গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ এবং সেই ম্যাচ নিয়ে বর্তমানে কলকাতার উৎসাহ তুঙ্গে।


একটা কারণ অবশ্যই ঋদ্ধিমান সাহা। বাঙলার ছেলে আইপিএলে বর্তমানে ৯ ম্যাচে যে ৩১২টি রান সংগ্রহ করেছেন তাতে তাঁর থেকে আরো একটি বিস্ফোরক শুরু আশা করছে ক্রিকেটপ্রেমীরা। এছাড়া হার্দিক পাণ্ড্যকে নিয়েও উৎসাহ অনেক দর্শকদের মধ্যে।


রাজভবন থেকে ইডেন আসার পরে কলকাতা পুলিশের নেওয়া কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যেও পসরা সাজিয়ে চলছে রং, পতাকা এবং হেয়ারব্যান্ডের ব্যবসা এবং তাতে সাড়াও দিচ্ছেন দর্শকরা।
চারটি নিরাপত্তা দরজা পেরিয়ে অবশেষে আপনি যখন দরজা দিয়ে প্রবেশ করবেন তখন দেখবেন একের পর এক দর্শককে নিয়ে বিভিন্ন ভিজ্যুয়াল কুইজ খেলছেন ডিজে ভদ্রলোক। এবং মাঠের বক্সে থাকছে “তুনে মারি এন্ট্রিয়াঁ”, “ডিজে ওয়ালে বাবু” ইত্যাদি গান এবং তার মাঝেই ওয়ার্ম আপ করছেন দুই দলের খেলোয়াড়রা।


আপাতত টসে জিতে গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ড্য বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।