“ট্রায়ালে গিয়ে বুঝলাম আমাকে আরো ভালো করতে হবে।”- তৌফিক্কুদিন মন্ডল


কিছুক্ষণ আগে নিজের ঝলমলে ব্যাটিং পারফরমেন্স দিয়ে উত্তর ২৪ পরগনাকে রীতিমতো ম্যাচ থেকে বার করে দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ওই বাঁহাতি ওপেনার। গায়ে বল পেলে ক্রিজের ভেতরে গিয়ে ফাইন লেগ দিয়ে মেরেছিলেন প্রথম চার। এছাড়াও রাজু হালদারের মতো অভিজ্ঞ স্পিনারকে সোজা ছক্কা মেরেছেন লেংথ বলে। এক কথায় বলতে গেলে ব্যাকফুটে গিয়েই উত্তর দলকে ব্যাকফুটে ফেলে দিয়েছেন দুইদিন আগে দিল্লী ক্যাপিটালসের ট্রায়াল দিয়ে আসা তৌফিক্কুদিন মন্ডল। সেই মতো জেলাস্তরের টিটোয়েন্টি ফাইনালের ম্যাচের সেরাও তৌফিক। ম্যাচের পর সরাসরি ‘উইলোর উইল’কে ইন্টারভিউ দিলেন তিনি।
প্রশ্ন:- আজ যখন শুরুতে তোমার ক্যাচ পড়লো, তারপরে তুমি আগ্রাসী ব্যাটিং করেছো। কি মাইন্ডসেট ছিল?
তৌফিক:- আমি বোর্ডে স্কোর দেখেছি এবং যখন একটা সুযোগ পেয়েছি, তখন আমি পেছনে যেতে চাইনি। তারপরে কিছু উইকেট পড়ে যায় এবং তখন আমি চেষ্টা করি যে কিভাবে আক্রমণ করে ওদের ওপর চাপ তৈরী করা যায়।


প্রশ্ন:- তুমি অনেক ছয় মারছো ব্যাকফুটে। কি কি কাজ করেছ নিজের খেলার ওপর?
তৌফিক:- ব্যাকফুট গেম বললে আমি অফ সিজনে অনেক শট প্র্যাক্টিস করেছি। আজ উইকেট এমন ছিল যে সামনে শট বেশী খেলা যাচ্ছিল না, তাই চেষ্টা করেছিলাম থ্রি কোয়ার্টার লেংথ থেকে মারার।
প্রশ্ন:- আজ সোজা শট খুব মারছিলে। সোজা ব্যাটে খেলার প্ল্যান ছিল?
তৌফিক:- টিটোয়েন্টিতে চতুর্দিকে খেলতে হয় আর এখানে গ্রিন উইকেট ছিল, তাই অ্যাক্রস শট বেশি লাগছিল না। তারপরে চেষ্টা করি সোজা ব্যাট দিয়ে খেলার।
প্রশ্ন:- সোমবার দিল্লী ক্যাপিটালসের ট্রায়াল দিয়ে এলে। কি অভিজ্ঞতা হলো?
তৌফিক:- ট্রায়াল দিয়ে বুঝলাম ভালো ব্যাট করলেও ওখানে আমার থেকে অনেক ভালো ক্রিকেটার আছে। এর জন্য আমায় আরো বেশী প্র্যাক্টিস করতে হবে। আরো বেশী প্র্যাক্টিস করলে ওদের প্রতিযোগী হতে পারবো। আমিও পাওয়ার দিয়ে মারি, ওরাও তাই। তবে একটা ভালো জোন দিয়ে ওরা হিট করছিল যেটা আমাকেও করতে হবে এবং তার জন্য চাই প্র্যাক্টিস।