তিনে তিন হল না, জমে গেল ভারতের গ্রুপ


৪৯ বলে দক্ষিণ আফ্রিকার যখন ৭১ রান প্রয়োজন, ডিপ মিড উইকেটে এইডেন মার্করামের ক্যাচ ফেলেন কোহলি। রবিচন্দ্রন অশ্বিনের চোখেমুখে যতটা না হতাশা, তার চেয়ে বেশি ছিল বিস্ময়। কয়েক সেকেন্ড পর্যন্ত সেই বিস্ময় অশ্বিনের মুখে ঝুলেই রইল। কোহলিও তবে ক্যাচ ছাড়তে পারেন, এমনটাই হয়তো ভাবছিলেন অশ্বিন! সঙ্গে হয়তো এ–ও ভাবছিলেন যে ম্যাচটাই কোহলি হাত থেকে ফেলে দিলেন!

একটু পর ডেভিড মিলারকে রানআউট করার সহজ সুযোগ হাতছাড়া করলেন রোহিত শর্মা। এই দুই ভুলের সঙ্গেই যেন ভারতের হারের ভাগ্যটা লেখা হয়ে গেল। ব্যাটসম্যানদের ব্যর্থতার পর বোলারদের হাত ধরে ম্যাচে ফেরার সুবিধাটাও ফিল্ডিংয়ের ব্যর্থতায় আর নিতে পারল না ভারত। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতল ২ বল ও ৫ উইকেট হাতে রেখে।

ভারতের ইনিংস শেষেই ম্যাচটা হেলে পড়েছিল দক্ষিণ আফ্রিকার দিকে। ১৩৩ রানে ভারত থামার পর যেভাবে হাত মিলিয়ে প্রোটিয়া ফিল্ডাররা মাঠ ছাড়ছিলেন, সেটাই বলে দিচ্ছিল, প্রথম অর্ধের কাজটা ঠিকঠাকভাবেই সম্পন্ন।

তবে দ্রুত ৩ উইকেট হারিয়ে সেই সহজ কাজটাই কঠিন বানান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। তবে জীবন পেয়ে আর ভুল করেননি মার্করাম ও মিলার। মার্করাম ৪১ বলে ৫২ রান করে ফিরলেও মিলার অপরাজিত থাকেন ৫৯ রানে।

এই জয়ে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা আরও জমিয়ে তুলল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল বাভুমার দল। ৪ পয়েন্ট করে আছে বাংলাদেশ ও ভারতের স্থান দ্বিতীয়।

টসে হেরেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেছিলেন, ‘এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ টস জিতলে আগে ব্যাট করতেন তিনিও। সেটা করলে যে ভুল হতে পারত, সে প্রমাণ তো ভারতের ইনিংস শেষেই মিলেছে।