রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস ৮৮ রানে শেষ হতেই কিছু উগ্র কেকেআর সমর্থক রে-রে করে ঝাঁপিয়ে পড়েছিলেন, এটা প্রমাণ করবার জন্য যে কেকেআর-এর ম্যানেজমেন্ট এই জন্যই বাংলার কোনো খেলোয়াড়কে তাঁদের দলে নেন নি। ভাবখানা এমন ছিল যেন প্রতি বছর কেকেআর প্রচুর স্থানীয় খেলোয়াড় নিয়ে দল সাজায়! তাঁদের কাছে অনুরোধ দয়া করে অন্ধভাবে সমর্থন করবেন না। আয়নার সামনে দাঁড়িয়ে কখনো দেখার চেষ্টা করেছেন কি যে এই এতগুলো বছরে কেকেআর আপনার রাজ্যকে কি দিয়েছে? শুধু গালভরা প্রতিশ্রুতি! একটা কথা মনে রাখা দরকার যে, এটা এক বলের খেলা। সাফল্য-ব্যর্থতা এখানে হাত ধরাধরি করে আসে। সুতরাং আসল কথাটা হলো ধৈর্য্য।
দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৩৫০ রান করে এই বাংলার ছেলেগুলোই কিন্তু ম্যাচ জিতে ফিরছে! এই ছেলেগুলোকেই কিন্তু অবহেলা করেছেন কেকেআর কর্তৃপক্ষ! কেকেআরের অন্ধ সমর্থকদের কাছে অনুরোধ, দয়া করে নিজের রাজ্যের ছেলেদের সমর্থন করুন। ঠকবেন না! আর সম্ভব হলে মেরুদন্ডটা, অবশ্য সেটা যদি আদৌ থেকে থাকে, বা বিক্রি হয়ে না গিয়ে থাকে, সোজা রাখবার চেষ্টা করুন। ভরসা রাখুন এই অবহেলিত ছেলেগুলোর ওপর। দেখবেন, একদিন এরাই আপনাকে/আপনাদেরকে গর্বিত করবে! করবেই!