অতঃপর ভবিষ্যতের কথা ভেবে বিসিসিআই এর তরফে সম্ভাব্য কতিপয় অপ্রিয় সংস্কারসাধন অনিবার্য হয়ে উঠলে সেটা আজকের লজ্জাজনক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া হিসেবে পরিগণিত হওয়া উচিত।
টিমের অন্যতম সিনিয়র ব্যাটিং জুটি প্রত্যাশিত চারিত্রিক কাঠিন্যের প্রদর্শনে প্রথম সেশন নিরাপদে উতরে দিলে ওভাল টেস্টের কাহিনী অন্যভাবে লিখতে হত বলে যারা বিশ্বাস করেন তাদের মতবাদে ক্রিকেটীয় যুক্তির অভাব নেই।পঞ্চম দিনের উইকেট ব্যাটারদের বদ্ধভূমি নয় এহেন প্রেক্ষাপটে গতকালের অপরাজিত জুটি প্রায় সাড়ে চারশোর লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে সাবেকি ঘরাণার ক্রিকেটের প্রচলিত বৈশিষ্ট্যের প্রতি অনুগত থেকে ধাপে ধাপে সুউচ্চ ইমারত তৈরীতে মনোযোগী হবেন এহেন দাবী যথেষ্ট ন্যায়সঙ্গত।নিকটতম প্রতিদ্বন্দ্বী ( পড়ুন স্টিভ স্মিথ) প্রথম ইনিংসে আরও একবার নিজের জাত চিনিয়েছেন এমন পরিস্থিতিই তো চ্যাম্পিয়নের জ্বলে ওঠার জন্য আদর্শ পটভূমি।তা বিরাট কোহলি বোল্যান্ড এর ষষ্ঠ স্ট্যাম্পের বল ধাওয়া করে বুঝিয়ে দিলেন ভূবন বিখ্যাত পূর্বসূরির সঙ্গে তার অহরহ তুলনা এবার বন্ধ না হলে অর্জুন তেন্ডুলকর এর বাবার প্রতি চরম অবিচার হবে।অতীতেও একাধিকবার এহেন হঠকারিতার নেতিবাচক পরিনতিতে শিক্ষা না নেওয়া ব্যাটার শুধু আই পি এল এর আসরেই স্বমহিমায় উজ্জ্বল এমন গুঞ্জন আজকের পর সমবেত কোলাহলে পরিনত হলে আশ্চর্য হব না।
চতুর্থ ইনিংসে এত বড় টার্গেট সফলভাবে তাড়া করার জন্য যেটা সবচেয়ে জরুরি তা হল টপ অর্ডারে দু একটা বড় পার্টনারশিপ।কোহলি বিদায়ের পর জাদেজা বা শার্দুল সাহচর্যে রাহানে সেই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবেন এমন অত্যাশ্চর্য ভেলকিবাজি রোজ রোজ সম্ভব নয়।টপ অর্ডারের ধারাবাহিকতা ব্যর্থতা আড়াল করার দায়ভার ধারাবাহিকভাবে লোয়ার অর্ডারের ওপর বর্তালে ক্রিকেটের সনাতন ধ্যান ধারণা বিসর্জিত হয়ে যাওয়ার কথা।
অশ্বিন থাকলে কি হত এখন সেই অঙ্ক অপ্রাসঙ্গিক।দশ বছরের খরা কবে কাটবে এ প্রশ্নের সমুচিত জবাব পেতে গেলে প্রতিবেদনের শুরুতে যা লিখেছি সেটাই পুনঃ চর্চিত হওয়া উচিত।ব্যক্তিপূজোর প্রচলিত সংস্কৃতি সমূলে উৎপাটিত না হলে কোচ অধিনায়ক বদলেও যে পরম্পরা পাল্টানো যায়নি অদূর ভবিষ্যতেও তার ব্যতিক্রম ঘটবে সে সম্ভাবনা সুদূর পরাহত।