আবেশ খানের বল পুল করে ফাইন লেগ দিয়ে উড়িয়ে দিলেন তিনি, মহসিন খান অফ স্টাম্পে শর্ট রাখতে তাঁকে আবার পুল করে পাঠিয়ে দিলেন গ্যালারির ওপারে। এর ঠিক চারটে বল পরে মহসিন রাখলেন একটু ফুল লেংথে এবং তাঁকে ঠিক মিড অফের ওপর দিয়ে লফ্ট করে দিলেন তিনি। আজ নিজের এই অনবদ্য ব্যাটিং দিয়ে মাত্র ২০ বলে পূর্ণ করেন নিজের হাফসেঞ্চুরি। রেকর্ড বলছে এই ইনিংসটি হলো দ্বিতীয় ইনিংস যেখানে পাওয়ারপ্লের মধ্যে নিজের অর্ধশতক পূর্ণ করলেন ঋদ্ধি। শেষ পর্যন্ত ৪৩ বলে ৮১ রান খেলে ডিপ স্কোয়ার লেগে প্রেরক মানকড়ের হাতে ক্যাচ দিয়ে আবেশ খানের বলে ফিরে যান তিনি। শুভমান গিলের সঙ্গে তার ৭৭ বলে ১৪২ রানের এই পার্টনারশীপ একটি বড়ো রানের ভিত গড়ে দেয়।
নিজের প্রাক্তন টেস্ট দলের সতীর্থ ঋদ্ধিমানের ব্যাটিংয়ে উচ্ছসিত বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঋদ্ধির ছবি দিয়ে তিনি লিখেছেন “what a player!”
বাংলা ও মোহনবাগান দলে তার দীর্ঘদিনের টীমমেট শুভময় দাস। শুভময় আজ কমেন্ট্রি বক্সে বসে পোস্ট ইনিংস বিশ্লেষণ করার সময় বলেন, “একেবারেই আদর্শ টিমম্যান ঋদ্ধি। আজ চাইলে হয়তো ধরে ধরে খেলে সেঞ্চুরির দিকে যেতে পারতো কিন্তু মোমেন্টম ধরে রাখতে গিয়ে মারতে গিয়ে আউট হলো।” এছাড়াও শুভময় মনে করিয়ে দেন ঋদ্ধির ২০ বলে করা একটি সেঞ্চুরির ঘটনা এবং আরো একটি ম্যাচের কথা যেখানে তিনি ৩১ বলে এবং পাপালি ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।
এছাড়াও টুইটারে প্রশংসা আসে আইপিএলের অফিসিয়াল অ্যাকাউন্ট এবং অন্যান্য ব্যক্তিবর্গের থেকেও।