করলো আইপিএল-২০২৩ সূচি। আগামী ৩১শে মার্চ আমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। পরের দিন থেকেই দিনে দুটো করে ম্যাচ থাকবে।
প্রকাশিত সূচি অনুযায়ী আইপিএল এবার আবার পুরো দেশে হোম এবং এওয়ে পদ্ধতিতে ফিরছে। সূচি অনুযায়ী ফাইনাল হবে ২৮শে মে যদিও স্বাভাবিক ভাবেই নকআউট পর্যায়ের ভেন্যু এখনও বোর্ডের তরফে জানানো হয়নি।
সূচি অনুযায়ী এইবছর রাজস্থান রয়্যালস দুটো ম্যাচ খেলবে গুয়াহাটিতে এবং কিংস ইলেভেন পাঞ্জাব দুটো ম্যাচ খেলবে ধর্মশালায়।