জমে উঠেছে রাওয়ালপিন্ডি টেস্ট। টেস্টে চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান পিছিয়ে আছে ২৬৩ রানে। এই টেস্ট জিততে বাকি ৮ উইকেটে এই রান করতে হবে বাবর আজমদের। কিন্তু টেস্টে পঞ্চম দিনে এই রান জিততে কঠিন পরীক্ষা দিতে হবে। অন্যদিকে ইংল্যান্ডের চাই ৮ উইকেট।
আর ড্র করতে চাইলে বাকি উইকেট নিয়ে সারা দিন উইকেটে কাটিয়ে দিতে হবে পাকিস্তানকে, যা খুবই কঠিন। এর আগে ইংল্যান্ডের রেকর্ড গড়া ইনিংস আর সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতেই দেয় বাবর আজমের পাকিস্তান।
চার সেঞ্চুরিতে ইংলিশদের প্রথম ইনিংসে করা ৬৫৭ রানের জবাবে তিন সেঞ্চুরিতে পাকিস্তান থেকেছে ৫৭৯ রানে। ফলে প্রথম ইনিংসে ৭৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬৪ রান তুলে ৩৪২ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা।
জবাবে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দুই উইকেটে হারিয়ে রবিবার চতুর্থ দিন শেষে ৮০ রান তুলেছে পাকিস্তান।