আজ ঝাড়খন্ডের মেকন মাঠে সার্ভিসেস দলের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে মরণবাঁচন ম্যাচ খেলতে নেমেছে বাংলা। সেই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন দুই বঙ্গ ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ কুমার ঘরামি।
১) লিস্ট এ’তে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশীপ:-
সুদীপ-অভিমন্যুর করা এই ২৯৮ রানের ওপেনিং পার্টনারশীপ বর্তমানে বাংলার সর্বোচ্চ লিস্ট এ ওপেনিং পার্টনারশীপ। এর আগে ১৯৯৮-৯৯ সালে নিখিল হলদিপুর এবং লক্ষী রতন শুক্লা দিল্লীর বিরুদ্ধে করেছিলেন ২১২ রান।
২) লিস্ট এ তে সর্বোচ্চ পার্টনারশীপ বাংলা দলের:-
লিস্ট এ ক্রিকেটে বাংলার সর্বোচ্চ পার্টনারশীপের রেকর্ড এটিই। বাংলার রেকর্ড বুক এইরূপ-
১) সুদীপ কুমার ঘরামি-অভিমন্যু ঈশ্বরণ- ২৯৮(২০২২–২৩)
২) লক্ষীরতন শুক্লা-নিখিল হলদিপুর-২১২(১৯৯৮-৯৯)
৩) সৌরভ গাঙ্গুলী-শ্রীবৎস গোস্বামী-১৯৬(২০০৯-১০) ৪) অনুষ্টুপ মজুমদার-ঋদ্ধিমান সাহা-১৯০(২০১১-১২)
৩) লিস্ট এ ক্রিকেটে কোনো ওপেনারের করা সর্বোচ্চ রান বাংলার হয়ে:-
আজ সুদীপ ঘরামি করলেন ১৫৬ রান এবং ফলত তিন বছর আগে অভিমন্যু ঈশ্বরণের করা ঝাড়খন্ডের বিরুদ্ধে ১৪৯ রান টপকে তিনিই এই লিস্টে সর্বোচ্চ।
৪) চলতি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ পার্টনারশীপ:–
আজ সুদীপ-অভিমন্যু নিজেদের মধ্যে করেছেন ২৯৮ রানের পার্টনারশীপ। চলতি বিজয় হাজারে ট্রফিতে সমর্থ ব্যাস ও হ্যার্ভিক দেশাইয়ের মধ্যে হওয়া ২৮২ রানের পার্টনারশীপকে টপকে এটিই সর্বোচ্চ।
৫) লিস্ট এ খেলায় বাংলার সর্বোচ্চ সেঞ্চুরি অভিমন্যুর:–
চলতি সার্ভিসেস ম্যাচে সেঞ্চুরি করে আজ লিস্ট এ খেলায় বাংলার হয়ে ৬টি সেঞ্চুরি পূর্ণ করলেন অভিমন্যু। এই রেকর্ডে দেবাং গান্ধী ও শ্রীবৎস গোস্বামীর সঙ্গে যুগ্মভাবে সেরা।
৬) লিস্ট এ তে একটা ইনিংসে বাংলার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সুদীপ:-
বাংলার হয়ে বর্তমানে একটা ইনিংসে সর্বোচ্চ রান করায় শীর্ষে দেবাং গান্ধী। লিস্ট এইরূপ:-
১) দেবাং গান্ধী-১৬৪(২০০২-০৩)
২) সুদীপ ঘরামি-১৬২(২০২২-২৩)
৩) দেবাং গান্ধী-১৫১(২০০৩-০৪)
৪) লক্ষী রতন শুক্লা-১৫১(২০১২-১৩)
৫) নিখিল হলদিপুর-১৫০(২০০৩-০৪)