দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের অন্তর্জাতিক সিরিজের দল ঘোষণা করলো ভারতীয় দল। প্রত্যাশা মতো শিখর ধাওয়ানের নেতৃত্বে এই সিরিজ খেলতে নামছে ভারতীয় দল।
এই দলে বাংলা থেকে সুযোগ পেয়েছেন মুকেশ কুমার এবং শাহবাজ আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলার পুরস্কার পেলেন মুকেশ। অন্যদিকে জিম্বাবোয়ে সফরের পর এই দলেও জায়গা করে নিলেন শাহবাজ। তবে প্রথম এগারোয় তাঁরা সুযোগ পাবেন কিনা সেটাই এখন দেখার।