ময়দানে পরিচিত ক্রিকেটার দীপ্তলোক চ্যাটার্জী। বর্তমানে মহামেডান ক্লাব খেলে এসে এই বছর তিনি খেলবেন মোহনবাগান ক্লাবে।
ক্রিকেট ছাড়াও তার পার্ট টাইম পেশা সিনেমা। অভিনেতা হিসেবে এই বছর মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘দ্য ড্রিম’। দীপ্তলোক ছাড়াও এই সিনেমায় অভিনয় করেন কুন্তল ঘোষাল, নিশা পোদ্দার, কৌশিক বসু এবং দেবাঙ্কনা ভট্টাচাৰ্য। ছবিটি পরিচালনা করেছেন বাপ্পাদিত্য নন্দী এবং রাজকুমার স্বাইন।
ছবিতে হিরো হিসেবে রয়েছেন কুন্তল ঘোষাল। তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে গিয়েছে ছবির গল্প। ছবিতে দীপ্তলোকের চরিত্রটি সেই উঠতি ক্রিকেটারের বন্ধু হিসেবে যে তার বন্ধুর স্বপ্নের বাস্তবায়নে সাহায্য করছে।
সিনেমাতে রয়েছে “হবো জয়ী” নামের একটি গান যার গায়ক অর্ঘ্য ভট্টাচাৰ্য। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমাল্য দাস।
এছাড়াও মেকআপ আর্টিস্ট ছিলেন অঙ্কিতা সিনহা এবং দেবলীনা দাস। এছাড়াও এডিটিংয়ের কাজ করেছেন দেবাঙ্গ পাল।
সদ্য ‘আমারা মিউসিক’ নামে একটি সংস্থা রিলিজ করেছে ট্রেলার। উক্ত ট্রেলারে দেখানো হয়েছে কিভাবে গল্পটি এগিয়েছে।
বর্তমানে সিনেমার প্রচারপর্ব সমাপ্ত। এখন শুধু বক্স অফিসে সিনেমা কেমন সাড়া ফেলে তাই দেখার। অপেক্ষা আর কিছুদিনের।