বরোদার বিরুদ্ধে কটকের বরবাটি স্টেডিয়ামে অসাধারণ জয় ছিনিয়ে নিলো বাংলা। সবচেয়ে বড়ো আকর্ষণীয় বিষয় হলো প্রথম ইনিংসে ৮৮ রানে অলআউট হয়ে ৯৩ রানে পিছিয়ে থাকা অবস্থাতেও চতুর্থ ইনিংসে ৩৫০ তাড়া করে জয়লাভ।
এই অবস্থায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া বাংলা শিবিরে। বিশেষত জয়ের পরে যেভাবে রিজার্ভ উইকেটরক্ষক শাকির গান্ধী এসে জড়িয়ে ধরেছেন অভিষেক পোড়েলকে তাতে নিঃসন্দেহে টিমম্যানশিপের অসাধারণ নিদর্শন তৈরী হয়েছে তাতে। এক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অবশ্যই প্রাপ্য কোচ অরুন লালের। দলকে এতটা শক্ত করে বেঁধে রাখার কঠিন কাজে নিঃসন্দেহে সফল তিনি।
ম্যাচের পরে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন বলেছেন “৮৮ রানে অলআউট হওয়ার পরে এটা আমাদের জন্য দুর্দান্ত একটি কামব্যাক। ব্যাটার এবং বোলার প্রত্যেকে ভালো কাজ করেছে এবং প্রত্যেকে এই জয়ে অবদান রেখেছে। সবচেয়ে ভালো জিনিস হলো এই যে ৩৪৯ টার্গেট থাকার পরেও আমাদের প্রত্যেকে বিশ্বাস করেছে যে এই কাজ আমরা করতে পারি। শাহবাজ বেশ দায়িত্ব নিয়ে ব্যাট করেছে এবং আমি আলাদা করে বলবো অভিষেক পোড়েলের কথা- যে চরিত্র ও ব্যাটিংয়ের সময়ে দেখিয়েছে তা এক কথায় বেশ দর্শনীয়”
অভিষেকেই জয়ের নায়ক হয়ে ওঠা অভিষেক পোড়েল বলেছেন ” একটা দারুন অনুভূতি। সিনিয়র টিমের জন্য ভালো শুরু করতে চেয়েছিলাম এবং বাংলার জন্য জেতা একটি দারুন অনুভূতি। কিছুটা চাপ ছিলো কিন্তু সিনিয়ররা আমাকে বলেছিলো স্বাভাবিক খেলা খেলতে। শাহবাজদা আমাকে অনেক গাইড করেছে যখন আমরা ব্যাট করছিলাম এবং আমি নিজের পরিকল্পনার মধ্যে থেকেই স্বাভাবিক খেলা খেলেছি।
পরবর্তীতে কোচ অরুন লালের ব্যাপারে জিজ্ঞেস করায় অভিষেক বলেন কোচ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অনেক পথ অতিক্রম করা বাকি তাও বলেছেন।
সব মিলিয়ে খুশির হাওয়া বঙ্গশিবিরে।
সূত্র : সিএবি