টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন অনেকটাই এগিয়ে থাকা রোহিত।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কে? 

ছবি: গুগল

সময় প্রায় আগত, অথচ ভারতীয় বোর্ড এখনও পর্যন্ত অধিনায়ককে বেছে নিতে পারেনি। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজে উপস্থিত আছেন নির্বাচক সমিতির চেয়ারম্যান চেতন শর্মা। তিনি জানেন না কবে নির্বাচনী বৈঠক ডাকা হবে। বাকি চার জন নির্বাচক ভারতের বিভিন্ন প্রান্তে রঞ্জি ট্রফির ম্যাচ দেখছেন। বোর্ড সবুজ সংকেত দিলেই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে দল ও অধিনায়ক বেছে নেওয়া হবে। সম্ভাব্য অধিনায়কের তালিকায় তিনজন আছেন – রোহিত শর্মা, ঋষভ পন্থ এবং কে এল রাহুল।

বোর্ড কর্তারা যদিও একটি নাম নিয়েই আলোচনা করছেন – রোহিত শর্মা। বাকি দুটি নাম কে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। পাঁচবার আইপিএল জয়ী অধিনায়ক রোহিত কিন্তু চমৎকার ভাবে নেতা হিসেবে নিজেকে মানিয়ে নিয়েছেন। ব্যাটিং ফর্ম ও যথেষ্ট ভালো। সাদা বলে অধিনায়ক হিসেবে এখনো পর্যন্ত সফল ধরে নেওয়া যেতে পারে। তাই বিরাটের ছেড়ে যাওয়া সিংহাসনে রোহিত শর্মাই বসতে চলেছেন। আমার ধারনা শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত রোহিতের নেতৃত্বেই খেলবে। আর দেখেশুনে যা মনে হচ্ছে টেস্ট অধিনায়কত্বের জন্য জাতীয় নির্বাচকরা রোহিত শর্মাকে লাল কার্পেট বিছিয়ে বরণ করতে প্রস্তুত।