গত দুদিন দিনভর নজিরবিহীন বিক্ষোভ আর হিংসাত্মক ঘটনার পর সোমবার রাজধানী কলম্বো ছিল শান্ত। তবে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবন এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনের দখল ছাড়েনি। সরকারের দুই শীর্ষ ব্যক্তির পদত্যাগের ঘোষণার বাস্তবায়ন না দেখে তারা জায়গা ছাড়তে রাজি নয়।
হ্যাঁ ঠিকই। সোমবার শ্রীলঙ্কা যতই শান্ত হোক, গত চারটে দিন গল স্টেডিয়াম কিন্তু শান্ত ছিল না, ছিল অশান্ত। হাজার হাজার মানুষ ওই কটা দিন দেশের জয় দেখতে
স্টেডিয়ামে জমায়েত ছিলেন। দেশের এই কঠিন পরিস্থিতিতেও লঙ্কানরা মেতে উঠেছিলেন দলের জয় দেখতে। তাদের সে স্বপ্ন সফল। এই জয় আবার যার তার বিরুদ্ধে নয়, টেস্ট ক্রমতালিকায় প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে! ।
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা ক্রিকেট দল। এতোদিন ধরে যা পারেনি আর কোনো দল, সেটিই করলো দিমুথ করুনারাত্নের দল। অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানের ব্যবধানে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করলো লঙ্কানরা।
এর আগে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে অন্তত ৩৫০ রান করার পর কখনও ইনিংস ব্যবধানে হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু গল টেস্টে প্রথম ইনিংসে ৩৬৪ রান করেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় বিব্রতকর হারের মুখ দেখলো প্যাট কামিন্সের দল।
শ্রীলঙ্কার এ ঐতিহাসিক জয়ের নায়ক অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল ও অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। দুজনই গড়েছেন রেকর্ড। অস্ট্রেলিয়ার ৩৬৪ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৫৫৪ রান। দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে হেরে গিয়েছে অসিরা।
চান্দিমালের রেকর্ড ডাবল সেঞ্চুরির পর আরও বড় রেকর্ডের জন্ম দেন অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জয়সূর্য। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ছয় ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে লঙ্কারদের এই দুর্দিনে হাসি ফুটিয়েছেন ৩০ বছর বয়সী এ স্পিনার।