মার্ক উডের পরিবর্তে কে এলেন লখনৌ দলে?

চোট পেয়ে টাটা আইপিএলের ২০২২ সালের সংস্কারণ থেকে ছিটকে গেছেন ইংরেজ পেসার মার্ক উড। বিগত ফেব্রুয়ারী মাসে হওয়া আইপিএল নিলামে মার্ক উডকে ৭.৫০ কোটি টাকায় কিনেছিলো লখনৌ সুপার জায়ান্টস দল।

বর্তমানে চোটের কারণে উড ছিটকে যাওয়ায় দুটি নাম মাথায় ছিলো লখনৌ থিঙ্ক-ট্যাঙ্ক এর। প্রথম হলেন বাংলাদেশী তাসকিন আহমেদ এবং দ্বিতীয় জিম্বাবুয়ে দলের ব্লেসিং মুজারাবানী। প্রথমে তাসকিন আহমেদের সঙ্গে লখনৌ কর্তারা কথা বললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিনকে ছাড়তে আগ্রহী হয়নি। বাংলাদেশ বোর্ডের অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়ায় বলেন “যেহেতু আমাদের দুটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার সঙ্গে তাই আমরা ওকে (তাসকিন) আইপিএল খেলতে যেতে দিতে পারছিনা। আমরা তাসকিনের সঙ্গে কথা বলেছি এবং ও আমাদের কথা বুঝতে পেরেছে। ও ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছে যে ও আইপিএল খেলছে না এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ওকে পাওয়া যাবে।”

প্রথম পছন্দ কাজ না করায় দ্বিতীয় পছন্দ ব্লেসিং মুজারাবানীকেই আনতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস। এখনও কোনো ঘোষণা না হলেও কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। গতকাল জিম্বাবুয়েতে থাকা ভারতীয় আম্বাসাডর বিজয় খান্দুজার সঙ্গে দেখা করেন ব্লেসিং মুজারাবানী এবং সেখানে অভ্যর্থনা পর্ব চলে তাঁর।

এখনও পর্যন্ত নিজের টি-টোয়েন্টি কেরিয়ারে ৪০ ম্যাচে ১৯ স্ট্রাইক রেট, ২৫ গড় এবং ৭.৯১ ইকোনমিতে ৪৪ উইকেট নিয়েছেন মুজারাবানী। এখন এই অন্তর্ভুক্তি কতটা ব্লেসিং হয় তা দেখার অপেক্ষা।