আবরার দুরন্ত বোলিংয়ে মুলতান টেস্টের প্রথম দিনটা পাকিস্তানের

অভিকেষ টেস্টেই বাজিমাত।চোখে চশমা, বয়স ২৪। নাম আবরার আহমেদ। মুলতানে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হল তাঁর। এই লেগ স্পিনার ছুঁয়েছেন ৪৬ বছরের পুরোনো এক রেকর্ড। টেস্ট ইতিহাসে ১৩তম বোলার হিসেবে অভিষেকেই নিয়েছেন প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট। টেস্টের প্রথম সেশনেই কীর্তিটা গড়ে ফেলেছেন তিনি।

পাকিস্তানের প্রথম বোলার হিসেবে অভিষেক টেস্টে প্রথম সেশনে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন এই রহস্যময়ী স্পিনার। অভিষেকেই প্রতিপক্ষের প্রথম ৫ উইকেট তুলে নেওয়ার প্রথম কীর্তি অস্ট্রেলিয়ার বিল লকউডের—১৮৯৩ সালের জুলাইয়ে।

শুধু কি তাই, প্রথম সেশনে পাঁচ উইকেট নেওয়া আবরার উইকেট নিয়েছেন আরও দুটি। ইংল্যান্ডকে ২৮১ রানে গুটিয়ে দেওয়ার পথে ১১৪ রানে ৭ উইকেট নিয়েছেন আবরার। ইংল্যান্ডের প্রথম সাত ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন তিনি। এর আগে টেস্ট অভিষেকে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। ১৯৫০ সালে তিনিও এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই।

পাকিস্তানি কোনো বোলারের অভিষেকে ৭ উইকেটের এটি তৃতীয় ঘটনা। আগের কীর্তি দুটি মোহাম্মদ নাজির (১৯৬৯) ও মোহাম্মদ জাহিদের (১৯৯৬)।

ইংল্যান্ডকে ২৮১ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান দিন শেষ করেছে ২ উইকেটে ১০৭ রান নিয়ে। ৬১ রানে অপরাজিত আছেন গত টেস্টে সেঞ্চুরি করা অধিনায়ক বাবর আজম।
ইংল্যান্ডের পক্ষে ডাকেট ও পোপ যথাক্রমে করেন ৬৩ ও ৬০ রান।