শচীনের বানানো পছন্দের দল নিয়ে বিতর্ক

ক্রিকেট লাউঞ্জের অনুরোধে নিজের পছন্দের বিষয় একাদশ বাছতে গিয়ে এক মহাবিতর্কের সৃষ্টি করলেন শচীন তেন্ডুলকার। তাঁর দলে নাকি জায়গা হলো না বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় এবং মহেন্দ্র সিং ধোনির। দলের অধিনায়ক বাছলেন সৌরভ গাঙ্গুলিকে।

শচীনের পছন্দের দল : সুনীল গাভাসকার, বীরেন্দ্র শেহবাগ, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, সৌরভ গাঙ্গুলি, আ্যডাম গিলক্রিস্ট, ওয়াসিম আক্রম, শেন ওয়ার্ন, হরভজন সিং ও গ্লেন ম্যাকগ্রাথ।

যদিও কিছুক্ষন আগে এই বিতর্কের অবসান ঘটিয়ে লিখিত বিবৃতি মারফত শচীন তেন্ডুলকার “উইলোর উইল”-কে জানিয়েছেন যে এমন কোন দল তিনি বানাননি। এটি একটি বিতর্ক তৈরির অপচেষ্টা মাত্র।