গ্রুপের শেষ ম্যাচের আগে প্রস্তুত বাংলা

গ্রুপ পর্যায়ে উপর্যুপরি দুটি ম্যাচ জেতার পর কাল মার্চ মাসের তৃতীয়দিন থেকে চন্ডীগড়ের বিরুদ্ধে তৃতীয় তথা গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলা।

ম্যাচের আগেরদিন প্রেস বিবৃতিতে প্রধান কোচ অরুণ লাল বললেন “এই মুহূর্তে ব্যাটিং আমাদের মূল ভাবনার বিষয়। বোলিং এবং ফিল্ডিং আমাদের এখনও অবধি দারুন হয়েছে কিন্তু ব্যাটিং ছিল স্পোরাডিক। আমাদের দল ব্যাটিং সাইড হিসেবে দুর্দান্ত এবং যদি একবার ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পায় তবে খুব মজবুত দল তৈরী হবে।”

ছবি : সিএবি

দলে শাহবাজদের মতো অলরাউন্ডারদের নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ক্রিকেট বর্তমানে এত এগিয়ে গিয়েছে যে এখন শুধু সীমিত ওভারের খেলা নয় বরং চারদিনের খেলাতেও অলরাউন্ডাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের অলরাউন্ডাররা এক্ষেত্রে দুর্দান্ত কাজ করেছে।

তিনি আরও বলেন যে এখানে উইকেটের চরিত্র বোঝা বেশ কঠিন কাজ এবং যেহেতু আমরা আগে এখানে খেলেছি তাই আমরা হয়তো ঠিকঠাক কাজ করতে পারব। সাধারণত লাঞ্চের আগে ব্যাটারদের কাজ কিছুটা কঠিন হলেও লাঞ্চের পর আউট করা কঠিন। এইরকম উইকেটে প্রথমে বল করাই শ্রেয় হবে।

দলে কোন পরিবর্তনের আভাস তিনি দেননি।