বড় পরিবর্তন টিটোয়েন্টি দলে, টেস্ট দলে ফিরলেন পূজারা


সদ্য ঘোষিত হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টিটোয়েন্টি দল। প্রত্যাশা মতোই টিটোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছেন তিন মহারথী রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরা।


টিটোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক রোহিত অবসৃত হওয়ায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। এছাড়া সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ। ওপেনার হিসেবে লোকেশ রাহুলের সঙ্গে রাখা হয়েছে রুতুরাজ গাইকোয়াড় এবং ঈশান কিষানকে। মিডল-অর্ডারে রয়েছেন শ্রেয়স আইয়ার এবং আইপিএলে অনবদ্য খেলা দীপক হুদা। এছাড়া অল-রাউন্ডার হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলে অসাধারণ দীনেশ কার্তিক যাচ্ছেন দ্বিতীয় কিপার হিসেবে।
এছাড়াও বোলিং বিভাগে স্পিনার হিসেবে আবার ফিরেছেন কুলদীপ যাদব। এছাড়া রয়েছেন অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই। এছাড়া ডেথ বোলিংয়ের কথা মাথাতে রেখে দুই পারদর্শী ডেথ বোলার অর্শদীপ সিং এবং হর্ষল প্যাটেলকে রাখা হয়েছে। এছাড়াও রয়েছেন আবেশ খান, চাহাল, ভুবনেশ্বর কুমার ও উমরান মালিক।
ইংল্যান্ড-এর বিরুদ্ধে আসন্ন জুলাই মাসে একটি টেস্ট খেলবে ভারত। সেই টেস্টে অধিনায়ক হিসাবে ফিরবেন রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক থাকবেন লোকেশ রাহুল। অঘটন না ঘটলে ওপেন করবেন তাঁরাই এবং আরেক ওপেনার থাকছেন শুভমান গিল। কাউন্টি ক্রিকেটে ভালো খেলার পুরস্কারস্বরূপ চেতেশ্বর পূজারা ঢুকে পড়লেন ভারতীয় দলে আবার, যদিও ব্রাত্য অজিঙ্ক্য রাহানে। এছাড়া ব্যাটার হিসেবে রয়েছেন হনুমা বিহারি এবং শ্রেয়স আইয়ার।
উইকেটকিপার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ এবং দ্বিতীয় কিপার কোনা শ্রীকর ভরত। অল-রাউন্ডার বিভাগে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুর আছেন। পেস বোলিং এও বদল হয়নি খুব একটা। জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং প্রষিদ্ধ কৃষ্ণই রয়েছেন।