ইডেন উদ্যানে ওয়েস্ট ইন্ডিজের এর বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০: টসে জিতে বোলিং নিল ভারত

আজকের খেলাটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে খেলা ১৮ তম টি-২০। এর আগে ১৭ টি খেলায় ভারত জিতেছে ১০ বার আর ওয়েস্ট ইন্ডিজ ৬ বার। ১টি খেলা পরিত্যক্ত হয়।

রবি বিশ্নই এর  ভারতের হয়ে অভিষেক হতে চলেছে আজকের ম্যাচে।

২১ বছর বয়সী রবি ইতিপূর্বে রাজস্থানের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন। এবং আইপিএলে তিনি কিংস ১১ পাঞ্জাবের সম্পদ। লেগস্পিনার রবি আইপিএলে ৪২টি ম্যাচে ৪৯টি উইকেট নিয়েছেন।