বরোদার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরে আগামীকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে ২০২২ মরশুমে নিজেদের দ্বিতীয় রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে নামছে বাংলা।
ম্যাচের আগে স্বাভাবিকভাবেই বেশ চনমনে মেজাজে বাংলা দল। রবিবার ম্যাচের পর সোমবার রেস্ট এবং মঙ্গলবার হাল্কা জিম সেশনের পরে আজ পুরো দমে প্র্যাক্টিসের পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন কোচ অরুণ লাল। তিনি বলেছেন- “আমি ওদের বলেছি যে আগের জয় দুর্দান্ত ছিলো, দুর্দান্ত ফাইটিং স্পিরিট দেখিয়েছো তোমরা, কিন্তু সেটা চলে গেছে এবং আমাদের পরের ম্যাচে ফোকাস করতে হবে। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমাদের এইভাবে নিজেদের সেরা ক্রিকেট খেলে যেতে হবে। আগের ম্যাচ আমরা নিজেদের জন্য কঠিন করেছিলাম এবং সেটা থেকে বেরিয়েও এসেছিলাম। আমাদের এখন অনেক পথ যেতে হবে এবং এটাই আমাদের ফোকাস হওয়া উচিৎ।”
তিনি আরো বলেন “আমি আশা করছি উইকেট একইরকম থাকবে। আমরা ভালো শুরু করেছি, হায়দ্রাবাদও নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদ একটি ভালো দল, তাদের ভালো অলরাউন্ডার রয়েছে এবং তারা ভালো ক্রিকেট খেলছে। দলে কোনো পরিবর্তন হলে সেটা খুব প্রয়োজনেই হবে এবং সমস্ত দিক ভেবে কাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। “
খবর সূত্র সিএবি মিডিয়া